গাজীপুরে ছাত্রলীগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবল পালিত 158 0
গাজীপুরে ছাত্রলীগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবল পালিত
শেখ রাজীব হাসান, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে। শনিবার ৫ই জুন সকালে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস মাঠে এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুরের উদোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পী,মোঃ মিরাজুর রহমান, রায়হান, কাজী জাহিদ হাসান জয়,তামজিদুল ইসলাম, তানিম,শ্রাবন ব্যাপারী,অপু, রবিউল ইসলাম,আশরাফুল ও সাবিহা ইসলামসহ ছত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।